admin
24th Mar 2021 11:48 pm | অনলাইন সংস্করণ

দিন যতই যাচ্ছে, বইমেলায় ভিড় ততই বাড়ছে। শুরুর দিকের খরা কাটিয়ে মেলা প্রাঙ্গণে ফিরছে প্রাণ। বয়সের গণ্ডি পেরিয়ে সব বয়সী মানুষের ঢল নামছে। করোনাকালেও মেলায় ভিড় বাড়ায় হাসি ফুটেছে লেখক-প্রকাশকদের মুখে।
তবে ‘মাস্ক নেই, বই বিক্রি নেই’ প্রতিপাদ্য বইমেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রকাশনীকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। একইসঙ্গে মেলা ১৪ এপ্রিল পর্যন্তই চালানোর সিদ্ধান্ত এখন পর্যন্ত ঠিক আছে বলে জানানো হয়।
বুধবার (২৪ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলা ২০২১ বিষয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় একাডেমির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।
একইসঙ্গে ক্রমবর্ধমান করোনা-পরিস্থিতিতে বাংলা একাডেমি, প্রকাশক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে মেলায় আগতদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ এবং মাস্ক ছাড়া বই বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হয়।
টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক দিয়ে বিভিন্ন বয়সের মানুষ সারিবদ্ধভাবে প্রবেশ করছে বইমেলায়। মানুষের সঙ্গে মেলায় আসছে নতুন বইও। বইয়ের সঙ্গে লেখকদের উপস্থিতিও বাড়ছে। সঙ্গে তাদের শুভাকাঙ্ক্ষীরাও। সব মিলিয়ে আড্ডা, ঘোরাঘুরি আর বই পড়ে-দেখে কাটছে সময়।
‘প্রিয় মুখ প্রকাশনী’র এক বিক্রেতা বলেন, গতকালও আমরা দুশ্চিন্তায় ছিলাম। আজকে মানুষের উপস্থিতি দেখে আশা জেগেছে। বিক্রিও বেড়েছে। এভাবে শেষ পর্যন্ত চললে আমরা সবাই ভালো থাকব। ভালো একটি অভিজ্ঞতা নিয়ে মেলা শেষ করতে পারব।
আগামী ২৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ শনিবার সরকারি ছুটির দিন থাকায় মেলায় জনসমাগম বাড়তে পারে।