admin
26th Aug 2020 2:39 pm | অনলাইন সংস্করণ

বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
Array