admin
26th Jan 2025 9:46 pm | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের; যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারা এ সরকারের জন্য কাজ করছে না— এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (২৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণঅভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করেন আসিফ নজরুল।
Array