admin
01st Sep 2020 11:15 pm | অনলাইন সংস্করণ

দেশে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। করোনাকালে চলচ্চিত্র শিল্পের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এরই মধ্যে আজ খবর এল, একসঙ্গে বন্ধ হয়ে গেছে স্টার সিনেপ্লেক্সের ৬টি ছবিঘর। করোনা মহামারির মধ্যে কয়েক মাসের ভাড়া পরিশোধ করতে না পারার কারণে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে তাদের ছবিঘর বন্ধ করার নির্দেশ দিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। কোনো উপায় না পেয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও তাদের ছবিঘর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যান মাহবুব রহমান।
Array