
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ সফরকারী বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য রাখা হয়নি তেমন কিছু। খুব সহজেই রান করছেন ব্যাটসম্যানরা। যার ফলে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শ্রীলঙ্কা।
ব্যাট হাতে নেমে প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতির পর্যন্ত ২৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে ৩২ রান করে অপরাজিত আছেন।
অবশ্য প্রথম সেশনেই উইকেট শিকারের আনন্দ করতে পারতো বাংলাদেশ। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের করা ২০তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ ফেলেন নাজমুল হোসেন শান্ত। এতে ২৮ রানে জীবন পান করুনারত্নে।
এই টেস্টের একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পেসার এবাদত হোসেন চৌধুরির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তার। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন শরিফুল।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। একই ভেন্যুতে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও শরিফুল ইসলাম।
শ্রীলংকা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো ও প্রভিন জয়াউইকরামার।
Array