admin
21st Jun 2021 11:33 pm | অনলাইন সংস্করণ

পঞ্চম শ্রেণি পাশ নদী আক্তার। মালয়, হিন্দি, আরবিসহ চার ভাষায় কথা বলতে পারতেন। পশ্চিমা পোশাকে সাজগোজ, মেকআপ ও নানাভাবে শোঅফ করে নিজেকে বেশ ধনী উপস্থাপন করতেন এই সুন্দরী। তার এই ফাঁদেই পা দিতো তরুণীরা।
সামাজিকমাধ্যম টিকটক ব্যবহার করে কৌশলে ভারতে নারী পাচারের মামলায় অন্যতম এই আসামি নদীসহ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেলে নড়াইল ও যশোর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিদের ঢাকায় আনা হচ্ছে। বাকি সদস্যদের তথ্য পরবর্তীতে জানানো হবে।’
ভারতে পাচার হওয়ার পর দেশে পালিয়ে এসে গত ১৯ জুন নদীসহ ২২ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন এক তরুণী। ওই তরুণী জানান, তিনি পাচার হওয়ার আগে তার বড় বোনও নদীর মাধ্যমে পাচার হয়েছিলেন। পরে বোন অসুস্থ বলে তাকে ও তার ছোট খালাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
ওই তরুণী ফিরে আসলেও তার বড় বোন ও খালা কোথায় আছে তা জানেন না তিনি।
সম্প্রতি ভারতে নারী পাচারের বিষয়টি সামনে আসে সে দেশে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর। তখনই জানা যায়, টিকটক ভিডিও করে পরিচয়ের সূত্র ধরে ভারতে নারী পাচারের একটি চক্র গড়ে উঠেছে।
দুই দেশেই ব্যাপক আলোচিত ওই ঘটনায় ‘টিকটক হৃদয়’ নামে পরিচয় পাওয়া রিফাদুল ইসলাম হৃদয় বাবুসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে। একই ঘটনায় বাংলাদেশেও মামলা হয়েছে।
ভারত থেকে পালিয়ে আসা দুই তরুণীও মামলা করেছেন। হাতিরঝিল থানার এই তিন মামলায় বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে সর্বশেষ শনিবার রাতে আরও দুটি মামলা হয়েছে। মামলা দুটি করেছেন ভারত থেকে পালিয়ে আসা আরও দুই তরুণী। সব কটি মামলায় টিকটক হৃদয়সহ তার চক্রের সদস্যদের আসামি করা হয়েছে। একটি মামলায় নদীসহ ২২ জনকে আসামি করা হয়।
Array