admin
10th Jan 2020 1:41 pm | অনলাইন সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুক্রবার বন্ধ থাকছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হচ্ছে আজ শুক্রবার। সে কারণে আজ বাণিজ্য মেলা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলা আয়োজন কমিটির সদস্য সচিব আব্দুর রউফ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হচ্ছে। এজন্য আজ বাণিজ্য মেলা বন্ধ থাকবে।’
আগামীকাল থেকে বাণিজ্য মেলা স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছেন তিনি।
Array