admin
25th Jun 2020 12:56 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর সেগুনবাগিচায় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে (বারডেম জেনারেল হাসপাতাল ২) অগ্নিকাণ্ড হয়েছে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা ২৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়।
১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এদিকে এর আগে পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বেলা ১১ টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Array