
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ১ নং ওয়াডের বালুচর হাটি বাসিন্দাদের আর্তনাদ দেখার কেউ নেই। গ্রামের একমাত্র প্রবেশ পথটার খুবই বেহাল অবস্থা দেখার জেন কেউ নেই। বর্ষাকাল শীতকাল সব কালেই এই রাস্তার ভোগান্তির শেষ নেই। বর্ষাকাল এলে এর ভোগান্তির পরিমাণ ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। অন্য দিকে নদী ভাঙ্গনে জর্জরিত এ গ্রামের মানুষ। জরুরি কোন ধরনের কাজে এই রাস্তা ব্যাবহার করা যায়। কিন্তু এই গ্রামের বাসিন্দারা নিরুপায় তাদের এই রাস্তা ব্যাতিত কোন রাস্তা নেই। কোন প্রকার যানবাহন এই রাস্তা দিয়ে চলতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি দের অনেক বার জানানো সত্তেও এর কেন প্রতিকার পাওয়া যায়নি। অবহেলিত গ্রামবাসিদের পাক্ষে বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিছবাহ এমপি মহোদয়ের নিকটে। সুমন আহমেদ স্বপন (সদস্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি)। ভাইয়ের উদ্যোগে গ্রামের সকল বাসিন্দাদের নিয়ে এমপি মহোদয়ের নিজ বাসভবনে আবদার জানিয়েছিলেন তিনি আরো কয়েক মাস আগে। মাননীয় বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিছবাহ এমপি মহোদয় সুমন আহমেদ স্বপন ভাই তথা সকল গ্রাম বাসিকে জানিয়েছিলেন জাতীয় সংসদ থেকে বরাদ্দ পেলেই এই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হবে। গ্রামবাসির দাবি ছিল এমপি মহোদয়ের নিকট এই রাস্তাটি আট ফিট করার জন্য। কিন্তু মাননীয় বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিছবাহ এমপি মহোদয় বলেন যে আট ফিট নয় এটি দশ ফিট করা হবে ইনশাআল্লাহ। এমপি মহোদয়ের মুখে এই কথা শুনে বুক ভরা আশা নিয়ে সেদিন বাড়ি ফিরেছিলেন গ্রাম বাসিরা। সুমন ভাই আমাদের এ বিষয়ে জানন যে মাননীয় বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিছবাহ এমপি মহোদয়ের সাথে তার কথা হয়েছে তিনি বলেছেন অতি শিগগিরই এই রাস্তার কাজ হবে। গ্রাম বাসিদের বহু দিনের লালিত আশা এই রাস্তা সুন্দর পাকা রাস্তা হবে। গ্রাম বাসিদের দির্ঘদিনের লালিত স্বপ্ন পুরন হোক বাটি বাংলার সিংহ পুরুষ জননেতা মাননীয় বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিছবাহ এমপি মহোদয়ের হাত ধরে এই প্রতাশা করি।
Array