admin
18th Aug 2022 8:46 pm | অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আগস্ট, বৃহস্পতিবার,২০২২
জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় আগত খুলনা বিভাগের বিভিন্ন জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দের উদ্দেশ্যে জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপি বলেন- আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জেলায় দলকে সুসংগঠিত করতে হবে। বিএনপি আওয়ামী লীগের সাথে পাল্লা দিয়ে আগামী নির্বাচনী যুদ্ধে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। তাই সংগঠন শক্তিশালী করার কোন বিকল্প নেই। আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি আর হতে চাই না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শকে ধারণ করে এবং জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সারা বাংলাদেশে এককভাবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে। সে লক্ষ্যে আপনারা যার যার এলাকায় গিয়ে সকল ভেদাভেদ ভূলে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে দল গোছানোর কাজে আত্মনিয়োগ করুন।
জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় আগত খুলনা বিভাগের বিভিন্ন জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দের উদ্দেশ্যে জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপি বলেন- আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জেলায় দলকে সুসংগঠিত করতে হবে। বিএনপি আওয়ামী লীগের সাথে পাল্লা দিয়ে আগামী নির্বাচনী যুদ্ধে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। তাই সংগঠন শক্তিশালী করার কোন বিকল্প নেই। আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি আর হতে চাই না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শকে ধারণ করে এবং জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সারা বাংলাদেশে এককভাবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে। সে লক্ষ্যে আপনারা যার যার এলাকায় গিয়ে সকল ভেদাভেদ ভূলে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে দল গোছানোর কাজে আত্মনিয়োগ করুন।
তিনি আজ দুপুরে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সম্মানিত সদস্য এড. জহুরুল হক জহির, শেখ মোঃ আলমগীর হোসেন, লিয়াকত হোসেন চাকলাদার, সুমন আশরাফ, আল জুবায়ের ও হুমায়ুন কবির শাওন।
সভায় খুলনা বিভাগের মেহেরপুর জেলার আহŸায়ক মোঃ আব্দুল হাদী,সদস্য সচিব সুমন পারভেজ, কুষ্টিয়া জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটু, সাধারণ সম্পাদক- শাহরিয়ার জামিল জুয়েল, নড়াইল জেলার সভাপতি- এড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক- সিকদার হাদীউজ্জামান, চুয়াডাঙ্গা জেলার আহŸায়ক- এড. সোহরাব হোসেন, সদস্য সচিব- এড. মোঃ রবিউল, যশোর জেলার আহŸায়ক- মোঃ আজিজুর রহমান, সদস্য সচিব- মুফতি ফিরোজ শাহ, ঝিনাইদহ জেলার আহŸায়ক- রাশেদ মজমাদার, সদস্য সচিব- মোঃ ইমদাদুল ইসলাম (বাচ্চু), মাগুরা জেলার সদস্য সচিব- খাঁন রবিউল হক মিঠু, বাগেরহাট জেলার সভাপতি-আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক- হাজরা শহিদুল ইসলাম বাবলু, খুলনা জেলার সভাপতি- শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক- মল্লিক হাদিউজ্জামান, খুলনা মহানগরের সদস্য সচিব- আব্দুল্লাহ আল মামুন।
Array