
করোনা পরিস্থিতিতে সাধারণ রোগীদের সুবিধার কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বিভিন্ন বিভাগে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
করোনা আক্রান্তরা ছাড়া অন্য রোগীরা জরুরি প্রয়োজনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব হেল্পলাইনে ফোন করে সেবা নিতে পারবেন। হাসপাতালে না এসেও চিকিৎসাসেবা পাবেন রোগীরা।
হেল্পলাইনগুলো হলো- মেডিসিন বিভাগ, ০১৪০৬-৪২৬৪৩৭, ০১৪০৬-৪২৬৪৩৮। সার্জারি বিভাগ, ০১৪০৬-৪২৬৪৩৯। নাক, কান, গলা বিভাগ, ০১৪০৬-৪২৬৪৪০। বক্ষব্যাধি বিভাগ, ০১৪০৬-৪২৬৪৪১। গাইনি বিভাগ, ০১৪০৬-৪২৬৪৪২। শিশু বিভাগ, ০১৯৮৪-৫১৯৫২৫, ০১৯৫১-৮২০৮৪৩। এর মধ্যে শিশু বিভাগে গত দু’ সপ্তাহ ধরে হেল্পলাইনের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হচ্ছে।
বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম
বিএসএমএমইউ হাসপাতালের বহির্বিভাগে ইন্টার মেডিসিন বিভাগ, গাইনি বিভাগ, জেনারেল পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ ও ডেন্টালের সব বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত আছে। অন্য সব বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
জ্বর, সর্দি, হাঁচি-কাশির রোগীদের সেবা বেতার ভবনে
জ্বর, সর্দি, হাঁচি-কাশির রোগীদের জন্য শাহবাগে বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় ‘ফিভার ক্লিনিক’ চালুর মাধ্যমে পৃথক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ ধরনের রোগীরা ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা নিচ্ছেন।
জরুরি বিভাগের কার্যক্রম অব্যাহত
বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, গাইনি বিভাগ, নবজাতক বিভাগে বিদ্যমান জরুরি চিকিৎসাসেবা আগের ন্যায় অব্যাহত রয়েছে।
Array