admin
25th Jan 2021 3:42 pm | অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব ফুটবল দল পালমাসের ৪ খেলোয়াড় ও ক্লাবটির সভাপতি মারা গেছেন।
ব্রাজিলের লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাণ হারিয়েছেন উড়োজাহাজটির পাইলটও।
রোববার দুর্ঘটনার কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে পালমাস কর্তৃপক্ষ।
বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন। ছোট একটি বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা।
ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়া যাচ্ছিলেন পালমাস সভাপতি এবং ওই খেলোয়াড়রা। দেশটির নর্দার্ন স্টেটের টোকান্টিন্সে ফুটবল অঙ্গনে শোক নিয়ে আসা দুর্ঘটনাটি ঘটে।
রানওয়ের শেষ প্রান্তে টেকঅফের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে। বিমানটি দুই ইঞ্জিনের ব্যারন মডেলের ছিল, যার যাত্রী ধারণ ক্ষমতা ৬ জন।
ব্রাজিলিয়ান মিডিয়া বলছে দলের সাথে না যেয়ে ওই খেলোয়াড়রা প্রাইভেট প্লেনে ভ্রমণ করছিলেন, কারণ তারা কোভিড-১৯ পজিটিভ ছিলেন। রোববারই তাদের আইসোলেশনের শেষদিন ছিল। তারা ম্যাচটি খেলার জন্য প্রস্তুত ছিলেন। সেজন্য বিশেষ ব্যবস্থায় চার খেলোয়াড়কে নিয়ে উড়াল দিচ্ছিলেন ক্লাব সভাপতি। দলের বাকিরা একটি বাণিজ্যিক ফ্লাইটে উড়াল দিয়েছিলেন।
পালমাস ব্রাজিলের চতুর্থ বিভাগের দল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয় ক্লাবটি।
তবে ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ফুটবলার মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে সেলেসাওদের আরেক ক্লাব শাপেকোয়েন্সের ১৯ ফুটবলার মারা গিয়েছিলেন এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায়। ওই ঘটনা বিশ্ব ফুটবলকেই নাড়িয়ে দিয়ে যায়। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।
Array