
সফল এক সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন বিশ্বকাপমুখী। মাত্র দশদিন পরই শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের শিরোপা জেতার লড়াই। আয়ারল্যান্ড-উইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটার বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডে ইতোমধ্যে পৌঁছে গেছেন।
এদিকে দু-তিন দিন পরিবারের সঙ্গে কাটাতে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশে ফিরছেন। অধিনায়কের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ারাও দেশে ফিরছেন। ওপেনার তামিম ইকবালও দলের সঙ্গে নেই। পরিবারের সঙ্গে দু’একদিন কাটাতে দুবাই আসছেন তামিম। ২৩ তারিখে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তামিমের। অধিনায়ক মাশরাফির তার আগেই চলে যাওয়ার কথা ইংল্যান্ডে।
এদিকে, মাশরাফির সঙ্গে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকও যেতে পারেন ইংল্যান্ডে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রাজ্জাককে বিশ্বকাপের বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। বিশ্বকাপ চলাকালে লন্ডনে থাকবেন রাজ্জাক। সেখানে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেওয়ার কথা বাংলাদেশর হয়ে ১৩টি টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা রাজ্জাকের।
বাংলাদেশের হয়ে দুবার বিশ্বকাপ খেলেছেন রাজ্জাক। ২০০৭ সালের বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছিলেন রাজ্জাক
Array