
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা আবার লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত ৫ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যা ১৩ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৪০৮ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৩ লাখ ৩২ হাজার ৩২৮ জন। এছাড়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২৩৭ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৬৫১ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ৭৪ হাজার ১৭২ জন এবং মারা গেছে ১ লাখ ৩০ হাজার ৫৫৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৭ জনের।
এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ২১৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।
Array