
নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামায়তের দুই গ্রুপের সংঘর্ষে আহত মিজানুর রহমান (৩৯) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতের দিকে ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্য কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
নিহত মিজানুর রহমানের চাচাতো ভাই রিপন জানান, গত ১৬ ডিসেম্বর তাবলীগের জোড় ইজতেমায় অংশ নিতে কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে ঢাকায় আসে। পরদিন আমার বাসায় তার কথা থাকলেও তাবলীগের মাঠে যায়। ১৮ ডিসেম্বর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরদিন আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করে ঢাকা মেডিকেলে এসে অজ্ঞাত পরিচয় ভর্তি হওয়া মিজানুর রহমানকে শনাক্ত করি। টানা ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরের দিকে সে মারা যায়।
তিনি বলেন, মিজানুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তিনি শুধু তাবলীগ জামায়াত করতেন তবে মাওলানা জুবায়ের কিংবা মাওলানা সাদ কোনো পক্ষেই ছিলেন না।
মাওলানা সাদপন্থীর সাথী গোলাম মোস্তফা বলেন, এখান থেকে মিজানুর রহমানের মরদেহ টঙ্গীর একটি মারকাজে নেয়া হবে। এরপর তার গ্রামে দাফন করা হবে।
শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ব্যবস্থা করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Array