
বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ও স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক সম্মতিতে এ বিয়ে হয়েছে বলে জানিয়েছেন তারা। এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ব্রাউনিয়া বলেন, আমাদের ভালো বোঝাপড়ার ভিত্তিতেই এ বিয়ে হয়েছে। আমরা দুজন ও আমাদের দুই পরিবারের সবাই একমত হওয়ার পরই বিয়ের সিদ্ধান্তে গেছি।
নিজেদের পরিচয়ের বিষয়ে ফারজানা ব্রাউনিয়া বলেন, ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয় হয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়।
রানা প্লাজা মর্মান্তিক ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন সারওয়ার্দী। আনসার ও ভিডিপি এবং এসএসএফের মহাপরিচালক ও সেনা গোয়েন্দা বিভাগের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।
Array