• ঢাকা, বাংলাদেশ

বীরগঞ্জের টিএমএসএস হাসপাতালে নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান 

 admin 
29th Jan 2025 5:53 pm  |  অনলাইন সংস্করণ

বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালে ২০২৩-২৪ইং ৪র্থ ব্যাচ ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ২৯জানুয়ারি উপজেলার করিমপুর টিএমএসএস টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতাল চত্বরে করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট (টিএনআই) এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।

করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাঃ খালেদা আকতার কল্পনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক ও রেজিস্টার মেডিসিন এবং তত্ত¡াবধায়ক অত্র হাসপাতালের টিএফজেডএইচ ডাঃ মোঃ নজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিএমএসএস বাংলাদেশ এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনুর বেগম, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারী কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ ছেলিনা আক্তার বানু, ডোনার এর প্রতিনিধি প্রভাষক মোঃ মহসীন আলম শামীম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল, স্বাস্থ্য সেক্টর টিএমএসএস নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এর উপদেষ্টা রাবেয়া বেগমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, নার্সিং ইনস্টিটিউটের জন্য খুব শীঘ্রই আমরা নতুন ভবন নির্মাণ কাজ করবো এবং আগামীতে আলাদা ক্যাম্পাস তৈরি করবো। তোমার মেধা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। রোগীদের সংস্পর্শে নার্সরাই থাকে, তাই খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১