
ঢাকা- ২৬ জুলাই,সোমবার,২০২১ই:
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী সোমবার অনুমানিক সময় রাত ৮:২৫ মিঃ সময়ে চট্রগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী শ্রী তপন চক্রবর্তী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
তিনি এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন স্বর্গীয় শ্রী তপন চক্রবর্তী যেনো স্বর্গে সুখে শান্তিতে থাকেন।
তিনি আরো বলেন- শ্রী তপন চক্রবর্তী একজন ভাল মানুষ ছিলেন। সদালাপী ,বিনয়ী ও পরিশ্রমী সাংগঠনিক নেতা ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ,বিশিষ্ট ব্যবসায়ী শ্রী তপন চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিডনীর রক্তক্ষরণ জনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্রগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর । তিনি -স্ত্রী ২ছেলেসহ আত্মীয় স্বজন ও গুনগ্ৰহী রেখে গেছেন।
অনুরূপ এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্বর্গীয় শ্রী তপন চক্রবর্তী ওপারে যেনো সুখে শান্তিতে থাকেন সৃষ্টি কর্তার প্রতি সেকামনা করেছেন।
Array