• ঢাকা, বাংলাদেশ

বুবলীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা 

 admin 
26th Feb 2021 11:00 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই এই অভিযোগ করেন।

বুবলী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সব সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়। তা গত দুদিনে টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। ভাবছিলাম আজকের দিনটিতে আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারত। মা-বাবা, ভাই-বোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় সুস্থ আছি।

বুবলী বলেন, গত পাঁচ দিন “চোখ” নামের একটি সিনেমার শুটিং করছিলাম। শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে আসে একটি প্রাইভেট কার, যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো। ছিল না কোনো নম্বরপ্লেট। তাৎক্ষণিকভাবে আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ–স্বাভাবিক মানুষের মতো আমারও আছে।

ফেসবুকে পোস্টে বুবলী আরও লেখেন, প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে, সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে। অনেক দিন ধরেই আমি নানাভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যাঁরাই এসব ন্যক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তাঁরাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, সে এক ভয়ংকর অভিজ্ঞতা। জীবনে কখনো ভাবিনি, এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বুধবারও শুটিং শেষে বাসায় ফেরার পথে রাত ১১টায় এমন ঘটনা ঘটে। শুরুতে বিষয়টিকে পাত্তা না দিলেও গতকাল যখন একই ঘটনা ঘটল, তখন বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে।

বুবলী বলেন, বাসায় ফেরার পর ঘণ্টাখানেকের বেশি সময় ধরে আই ওয়াজ শিভারিং। আম্মু-আব্বুকে ঘটনাটা বলার পরে তাঁরা রীতিমতো আঁতকে ওঠেন। পরিবারের সবাই এই ঘটনা শুনে আতঙ্কিত। সবাই পরামর্শ দিয়েছেন আইনি ব্যবস্থা নিতে। আমিও সিদ্ধান্ত নিয়েছি, শুরুতে জিডি করব। এরপর বাকি পদক্ষেপ নেব।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১