
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন আগামী রবি ও সোমবার পর্যন্ত শিথিল করা হয়েছে। এ ছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা এ ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে ভর্তি পরীক্ষার জন্য আগামী ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল থাকবে। ভর্তি পরীক্ষা চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
এসময় তারা শিক্ষকদের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছেন। বুয়েট প্রশাসনের কিছু ইতিবাচক পদক্ষেপেরও প্রশংসা করেন শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রীক শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেন, শুরু থেকেই প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন।
এর আগে শনিবার দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ার সামনে আন্দোলনকারীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
এর আগে, নির্দয় পিটিয়ে মারা বুয়েট ছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ অক্টোবরের ঐ নির্মম হত্যাকাণ্ডের ঘটনার পরদিন থেকে ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।