admin
24th Jan 2021 11:59 am | অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় নেদারল্যান্ডসের পুলিশ বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক অপরাধী দলের কথিত প্রধান সে চি লপকে গ্রেপ্তার করেছে।
বলা হচ্ছে, চীনে জন্ম নেওয়া কানাডার নাগরিক সে চি লপ এশিয়াজুড়ে ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী ‘দ্য কোম্পানির’ প্রধান।
৫৬ বছর বয়সী সে-কে মেক্সিকোর মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের সঙ্গে তুলনা করা হয়।
‘মোস্ট ওয়ান্টেড’ এই ফেরারি আসামিকে আমস্টার্ডামের শিপোল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়ার পুলিশ এক দশকের বেশি সময় ধরে সে-কে অনুসরণ করছিল। এখন বিচারের মুখোমুখি করতে তার প্রত্যর্পণ চাইবে দেশটি।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের বিশ্বাস, তাদের দেশে প্রবেশ করা সব ধরনের অবৈধ মাদকের ৭০ শতাংশের জন্য দায়ী দ্য কোম্পানি, যা ‘স্যাম গোর সিন্ডিকেট’ নামেও পরিচিতি।
Array