
সতর্কবার্তা ৭ জেলায় – বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ‘পেটি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে তোলপাড় করেছিল অন্ধ্র, ওড়িশাকে। ওই ঝড়ের ঠিক ২৩ দিন পরে তারই প্রভাবে এবার আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়-‘পাবুক’। এই নামকরণ করেছে লাওস।
ক্রমশ এ শক্তিশালী ঘূণিঝড় বর্তমানে পাবুক পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। তা আন্দামান ও নিকোবর এবং ওড়িশার দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ওড়িশা। সতর্ক করা হয়েছে রাজ্যের ৭ জেলাকে। এগুলো জেলা হল ভদ্রক, বালাসোর, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, পুরী, গঞ্জাম ও খুরদা। উদ্ধারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে।
রাজ্য সরকারের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে কেন্দ্রীভূত হয়েছে ঘূর্ণিঝড় পাবুক। এটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরছে। ৫ জানুয়ারি দুপুরে এই ঝড় আন্দামানে পৌঁছতে পারে। এরপর এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে যাবে। পরে এটি মায়ানমারের দিকে ঘুরে যাবে।
এদিকে, আবহাওয়া অধিদফতরের খবর, আন্দামান পার করে উত্তরপশ্চিম দিকে এগোবে পাবুক। ফলে পশ্চিমবঙ্গে শীত খানকটা কমবে। বাড়বে রাতের তাপমাত্রা।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ঘূর্ণিঝড় পেটির প্রভাবে তছনছ হয় অন্ধ্রের কয়েকটি জেলা। প্রবল বৃষ্টি ও ঝড়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি জেলার হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়। তবে পাবুকের প্রভাবে এরাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
এমপি হিসেবে আমি শিশু : চিত্রনায়ক ফারুক
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আকবর খান পাঠান (চিত্রনায়ক ফারুক) বলেছেন, সিনেমায় অনেক সময় গরীবদের জন্য কাজ করেছি। কিন্তু এভাবে বাস্তব জগতে সশরীরে কাজ করার সুযোগ সত্যি অভাবনীয়। এর জন্য আমি আমাদের পার্টির প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমি এর আগে একদম ভিন্ন জগতের মানুষ ছিলাম। পার্লামেন্ট মেম্বার হওয়ার পর কেমন যেন মনে হয় আইনের মধ্যে থাকতে হবে। মানুষের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তাছাড়া কাজের একটা জবাবদিহিতা থাকতে হবে। এমপি হিসেবে আমি শিশু। তবে শিশু থেকেই আস্তে আস্তে বড় হওয়া যায়।
নায়ক ফারুক বলেন, আমি অভিজাত এলাকার এমপি হলেও এখানে দরিদ্র মানুষ রয়েছে, তাদের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। মানুষের কাজ করতে হবে।
উন্নয়নের জন্য কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমপি হিসেবে আমি হয়তো নবীন, তবে আমি ছাত্র রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর হত্যার পর রাজপথে নেমেছি।
তিনি বলেন, ভোটের মাঠে কাজ করতে গিয়ে আমি মানুষের পাশে পাশে গেছি। হাজার মানুষ আমাকে জড়িয়ে ধরেছে। তখন মনে হয়েছে কিসের এমপি, ওদের জন্য কাজ করতে হবে এটাই বড় কথা। সংসদে সবাই কথা বলে তারপরেও বলার মধ্যে কি যেন একটা অভাব থেকে যায়। আমি চেষ্টা করবো সেই অভাব যেন না থাকে।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রাথী আকবর খান পাঠান (চিত্রনায়ক ফারুক) নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন। অভিনয় জগতে আলো ছড়িয়ে ভোটের মাঠও জয় করেন এই অভিনেতা।
Array