admin
05th Jan 2021 3:58 pm | অনলাইন সংস্করণ

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রাথমিকভাবে টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সর্বপ্রথম এগিয়ে থাকবে। টিকা পেতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
এসময় ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না; এমন খবরে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা নাকচ করে দিয়েছেন শ্রিংলা।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।
প্রসঙ্গত, এর আগে হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
Array