admin
07th Jun 2021 11:34 pm | অনলাইন সংস্করণ

ভারতে স্যানিটাইজার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।সোমবার সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনেতে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, স্যানিটাইজার তৈরির একটি মেশিনে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। পরে কারখানার নিরাপত্তা কর্মীরা ভবনের প্রাচীর ভেঙে ভেতর থেকে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা ভেতরে প্রবেশের আগেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। আগুন ছড়িয়ে পড়ার সময় ওই কারখানায় ৩৭ জন শ্রমিক কাজ করছিলেন। যাদের বেশিরভাগ শ্রমিকই নারী। এখন পযন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Array