• ঢাকা, বাংলাদেশ

ভাসমান-অসহায় মানুষের পাশে…“ছাত্রনেতা তানভীর”। 

 admin 
10th May 2020 8:54 pm  |  অনলাইন সংস্করণ

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া:

চট্টগ্রাম নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বৈশ্বয়িক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ক্লান্তিহীন ভাবে প্রতিদিন ছুটে যাচ্ছে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আতা-ই-রাব্বী তানভীর।

এই সংকটময় পরিস্তিতিতে একবেলা খাবার তুলে দিচ্ছে ক্ষুধার্ত,ভাসমান-অসহায় মানুষের মুখে।তরুণ এই ছাত্রনেতার নিজ উদ্যোগে নিরবধি প্রচেষ্টায় এরই মধ্যে খাবার জুটছে ভাসমান-অসহায় দুই সহস্রাধিক মানুষের মুখে।বৈশ্বিক দুর্যোগময় পরিস্তিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মানবতার জন্য মানুষের পাশে থাকবে যত দিন না করোনা ভাইরাস শেষ হচ্ছে ।

ছাত্রনেতা তানভীর বলেন….বৈশ্বয়িক করোনা মহামারী যখন বিশ্বে ভয়াবহ রুপ নেয় তখন সরকার সারাদেশে লকডাউন ঘোষনা করে ।লকডাউনের শুরু থেকে সব কিছু বন্ধ থাকায় নগরীর ভাসমান-অসহায় মানুষ গুলো ছুটছে অণ্যের সন্ধানে।ভাসমান মানুষ গুলোর সীমাহীন ক্ষুধার জ্বালার কথা চিন্তা করে লকডাউনের শুরু থেকে নগরীর বিভিন্ন মোড়ে প্রতিদিন শতাধিক প্যাকেট বিতরণ করছি।পবিত্র রমজান মাসের শুরু থেকে ভাসমান-রোজাদার মানুষগুলোর মাঝে ইফতার ও সেহরী বিতরণ করছি।এছাড়াও আমার নিজ এলাকায় (কুতুবদিয়ায়)ও নগরীতে কর্মহীন-দারিদ্র অসহায় মানুষের মাঝে ক্ষুদ্র প্রায়াসে ত্রান কার্যক্রম অব্যহত রাখছি।ভাসমান মানুষের মুখে হাঁসি ফুটানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছি ।এই ধারা যতদিন না করোনা ভাইরাস শেষ হচ্ছে তত দিন চলবে ইনশাল্লাহ ।

নগর সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন …চলমান মহামারীতে ছাত্রনেতা তানভীর প্রাণ বাজি রেখে ভাসমান মানুষের সেবা করে যাচ্ছে লকডাউনের শুরু থেকে।ছাত্রনেতা হওয়া সত্ত্বেও নিজ উদ্দ্যোগ ক্ষুদ্র প্রয়াসে মানবসেবা করার দৃঢ প্রত্যয় নিয়ে এগিয়ে আসছে তার জন্য তাকে ধন্যবাদ জানায়।আসুন সংকটময় মুহুর্তে মানুষের পাশে দ্বাড়াঁয়।আমি তানভীরের উত্তরোত্তর সফলতা কামনা করছি ও অন্যদেরকেও এগিয়ে আসার আহবান করছি।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১