
ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। খবর এএফপির।
লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় মোট ২৬৭ জন নাগরিককে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি, আর তিনজন মিশরীয় নাগরিক।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য নৌকাযোগে পাড়ি দিয়েছিলেন এসব নাগরিক। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড।
কোস্টগার্ড জানিয়েছে, যাত্রীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়েছে।
আইওএমের বিবৃতি থেকে জানা গেছে, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে ।
আইওএমের দেয়া তথ্য অনুযায়ী, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় গত জানুয়ারি থেকে এক হাজারের বেশি মানুষ তিউনিসিয়ায় আটকা পড়েন। এমন মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে।
Array