admin
27th Dec 2019 1:06 pm | অনলাইন সংস্করণ

ইরানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে দেশটির একটি পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
তবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ১। এটি বোরাজান শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল বুশেহর পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার পূর্বে। কালামেহ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
Array