
ঠাকুরগাঁওয়ে নিজ আসতে হেরে বগুড়ায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে বড় ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনে ফখরুল হেরেছেন প্রায় এক লাখ ভোটে। আর বগুড়া-৬ আসনে জিতেছেন দুই লাখ ২০ হাজার ভোটে।
১৯৯১ সাল থেকে ঠাকুরগাঁও-১ আসনে ভোটে লড়ছিলেন ফখরুল। জিতেছেন কেবল ২০০১ সালে। বাকি প্রতিবার পরাজয় হয়েছে বড় ব্যবধানে।
আর বেগম খালেদা জিয়া বগুড়া-৬ আসনে। এখানে ধানের শীষ মানেই জয়। কখনো হারেনি এখানে বিএনপির প্রার্থীরা।
ঠাকুরগাঁও-১ আসনে নৌকা নিয়ে জিতেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন। ১৭৫টি কেন্দ্রে পেয়েছেন দুই লাখ ২৪ হাজার ৭৮ ভোট। আর এক এক লাখ ২৫ হাজার ৯০৯ ভোট পেয়েছেন বিএনপি নেতা। দুই জনের মধ্যে ব্যবধান ৯৮ হাজার ১৬৯ ভোটের।
২০০৮ সালে এই আসনে মুখোমুখি হয়েছিলেন দুই নেতা। তখন ফখরুল হারেন ৫৬ হাজার ৬৯০ ভোটে।
বগুড়া-৬ আসনে ফখরুল ভোট পেয়েছেন থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাজোটের নুরুল ইসলাম ওমর (জাপা) কে ১ লাখ ৬৭ হাজার ২৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন ফখরুল।
ফখরুল ধানের শীষে পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।
বিএনপির দুর্গখ্যাত বগুড়ার এই আসনে প্রার্থী করা হয়েছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির মামলায় কারাগারে থাকা খালেদা জিয়ার প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল হয়। পরে উচ্চ আদালত থেকেও প্রার্থিতা ফিরে পাননি তিনি।
পরে দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ আসনে প্রার্থী করা হয় মির্জা ফখরুলকে।
এই আসনে ২০০৮ সালে এক লাখ ১৯ হাজার ৪০৬ ভোটে জেতেন বেগম খালেদা জিয়া।
Array