• ঢাকা, বাংলাদেশ

ভোট সুষ্ঠু হবে, সিইসির নিশ্চয়তা 

 admin 
20th Dec 2018 7:16 pm  |  অনলাইন সংস্করণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু হবে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘দেশব্যাপী নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। দৃঢ়তার সাথে বলতে পারি সুষ্ঠুভাবে নির্বাচন হবে।’

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভোট গণনাকারী কর্মকর্তাদের সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন সিইসি।

নুরুল হুদা বলেন, ‘সমগ্র দেশে নির্বাচনের একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এবং তাদের কর্মকা-ের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে।’

‘তারা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন এবং প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।’

সিইসি বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে রিটার্নিং, সহকারী রিটার্নং, প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে চলে গেছে এবং সেগুলো দেখভাল করার জন্য কতগুলো কমিটি গঠন করা হয়েছে। সেগুলো একটি হলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি। সারাদেশে ১২২টি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।’

‘তারা সারাদেশে নির্বাচনে কোনো অনিয়ম হলে, আচরণ-বিধি ভঙ্গ হলে অথবা নির্বাচন সংক্রান্ত কোনো আইন বিচ্যুতির মতো কর্মকা- ঘটলে সেগুলো সংশোধন করবেন। তারা অনুসন্ধান করবেন এবং ব্যবস্থা নেবেন।’

‘জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন চার দিন। তারা মূলত প্রার্থী এবং সমর্থকদের সাহায্যই করবেন। অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা আছে তাদের হাতে। এরপর আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।’

নির্বাচন নিয়ে অভিযোগ থাকলে সেটা সরাসরি কমিশনে না দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ারও পরামর্শ দেন সিইসি। বলেন, ‘আমাদের যেটা অসুবিধা হয়, সেটি হলো অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছে কেন্দ্র থেকে চলে আসে। এই অভিযোগগুলো আমাদের কাছে না এসে রিটার্নিং অফিসার এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে গেলে তাৎক্ষণিকভাবে সমাধান পাবেন। আমাদের কাছে পাঠালে তাদের জন্য একটা বাড়তি অসুবিধা হয়।’

সারা দেশ থেকে মাঠকর্মীদের কয়েকটি ব্যাচে ভাগ করে গত কয়েকদিন ধরে  বিভিন্ন সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১