admin
08th Jan 2021 11:18 pm | অনলাইন সংস্করণ

গেল এক সপ্তাহ ধরেই আয়ারল্যান্ডে চলছে করোনার ভ্যাকসিন দেয়ার কার্যক্রম। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক রোগীদের দেয়া হচ্ছে এ ভ্যাকসিন। বাংলাদেশের বেশ কয়েকজন ডাক্তারও ভ্যাকসিন নেয়ার পর সুস্থ রয়েছেন।
নতুন বছরের শুরুর দিন থেকেই আয়ারল্যান্ডে লাগানহীনভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এর মাঝে একটু আশার আলোর খবর দিল ভ্যাকসিন কার্যক্রম। প্রথম দিকে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন নেওয়ায় সামিল হলেন দু’জন বাংলাদেশি ডাক্তার।
প্রথম ধাপে চিকিৎসকরা ভ্যাকসিন নেয়ায় সাধারণ রোগীরা চিকিৎসকদের কাছে যেতে অনেকটা নিরাপদ থাকবে বলে মত অনেকের।
এক আয়ারল্যান্ড প্রবাসী এক বাংলাদেশি বলেন, ‘আমাদের ডাক্তার, ‘নার্স যারা আছেন তারা ইতিমধ্যে ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন। এতে করে আমরা যারা সাধারণ রোগী আছি এখন অনেকটা নিরাপদে ডাক্তারদের কাছে যেতে পারব। এতে করে আমি মনে করি সংক্রমণের হার অনেকটাই কমবে।’
এদিকে গেল কিছুদিন থেকে গড় আক্রান্তের হার পাঁচ হাজার থেকে বেড়ে এখন ছয় হাজার ছাড়িয়েছে।