admin
05th Jun 2020 11:35 am | অনলাইন সংস্করণ

পাকিস্তানে উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৈশ্বিক আক্রান্তের তালিকায় এই ভাইরাসের আঁতুরঘর প্রতিবেশী চীনকেও টপকে গেছে দেশটি। আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে বিশেষজ্ঞদের পূর্বাভাস।
ওয়ার্ল্ডওমটিরের সর্বশেষ তথ্যে জানানো যায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ২৪৯ জনে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সরকারকে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৮ জনের।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮৪ হাজার ।
Array