
পুলিশের পোশাক পড়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছেন একজন। কি? অবিশ্বাস্য মনে হচ্ছে? মনে করছেন একজন পুলিশ কেন ভিক্ষা করবেন? এমন নানা প্রশ্ন। কিন্তু অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের আরামবাগে।
কয়েকদিন ধরেই আরামবাগের এলাকার বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড, অলি-গলিতে পথচারীদের কাছে হাত পাতছেন ঐ থানারই কনস্টেবল শ্যামল সিংহ। তাকে নিয়ে ইতোমধ্যে সেই এলায়কায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
এই খবরটি প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে। সেখানে লেখা হয়েছে, মদ খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিকষা করছেন শ্যামল সিংহ। তিনি বলেন, ‘মদ খাই বলে আমার বেতন আটকে দেয়া হয়েছে। তাই ভিক্ষা চাইছি।’
তবে শ্যামবাবুর বেতন আটকে যাওয়ার কথা জানা নেই বলে দাবি করেছেন আরামবাগের আইসি শান্তনু মিত্র। তিনি বলেন, ‘কনস্টেবলের বেতন আটকে দেয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।’
এদিকে এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, পুলিশের পোশাক গায়ে কর্তব্যে অবহেলার জন্য ওই কনস্টেবলকে ক্লোজ করা হবে।
Array