admin
12th Nov 2018 12:36 pm | অনলাইন সংস্করণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। চলবে মঙ্গলবার পর্যন্ত।
এর আগে, রবিবার বিকালে সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১২ ও ১৩ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। এটা সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র পূরণ করে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে হবে বলেও জানান তিনি।
ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা আর মনোনয়নপত্র জমা দেয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা।