
ঢাকা- ১৩ সেপ্টেম্বর, সোমবার, ২০২১ইং:
শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় জানানো হয়েছে জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে। অশ্রæসিক্ত নয়নে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা বিদায় জানান প্রিয় মাসুদা আপাকে। দলীয় পতাকা আর ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে গণমানুষের ভালোবাসার মাসুদা আপার কফিনবহনকারী গাড়ি।
নামাজে জানাজার শুরুতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, মাসুদা এম রশীদ চৌধুরী তাঁর বর্নাঢ্য জীবনে যেভাবে সম্মান পেয়েছেন, পরকালেও যেন তিনি মহান আল্ল্হার মেহমান হয়ে সম্মানীত হন। তিনি বলেন, অসাধারণ ব্যক্তিত্ব সমম্পন্ন মাসুদা এম রশীদ চৌধুরী আজীবন গণমানুষের সেবায় নিয়োজিত ছিলেন। একজন জ্ঞান পিপাষু মাসুদা এম রশীদ চৌধুরী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করেছেন। জীবনের একটি বড় অংশই শিক্ষতা পেশায় থেকে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আজীবন পরিশ্রম করেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির রাজনীতিতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। জাতীয় পার্টির রাজনীতি ও মানব সেবায় মাসুদা এম রশীদ চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান স্বনাক্ষরে লেখা থকবে।
এর আগে অধ্যাপক মাসুদা এম, রশীদ চৌধুরী এমপি’র ছেলে ব্যরিষ্টার সানজিদ রশীদ চৌধুরী তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
আজ বাদ আছর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে মাসুদা এম রশীদ চৌধুরীর দ্বিতীয় নামাজে জানাজা অনৃুষ্ঠত হয়েছে। দুপুর থেকেই প্রিয় মাসুদা আপাকে বিদায় জানাতে জড়ো হতে থাকেন শতশত নেতা-কর্মী।
বাদ আছর জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইসহারুল্লাহ আসিফ নামাজে জানাজা পরিচালনা করেন। জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী জানাজায় অংশ নেন।
নামাজে জানাজা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদে এমপি পার্টির পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন মাসুদা এম রশীদ চৌধুরীর কফিনবাহী গাড়ি। এরপর তিনি পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন বিরোধী দলীয় চীফ হুইপ মো: মশিউর রহমান রাঙ্গা এমপি।
জাতীয় পার্টির পক্ষ থেকে ফুল দেন পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এড. সালমা ইসলাম এমপি।
ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও জানাযায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, মো: সাহিদুর রহমান টেপা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এড. মো: রেজাউল ইসলাম ভুইয়া, নাজমা আকতার এমপি, মো: এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, নাজনীন সুলতানা, হারুন অর রশিদ, এড লাকী বেগম, ভাইস চেয়ারম্যান মো: আরিফুর রহমান খান, আহসান আদেলুর রহমান আদেল এমপি, শেখ আলমগীর হোসেন, এইচ এম শাহরিয়া আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, এড. শাহিদা রহমান রিংকু, এড. আব্দুল হামিদ ভাষানী, ফকরুল আহসান শাহজাদা, মো: বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো: এনাম জয়নাল আবেদীন, মো: হুমায়ুন খান, আবু জায়েদ আল মাখান সরকার, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মাহমুদা রহমান মুন্নি, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য মো: হেলাল উদ্দিন, আজহারুল ইসলাম সরকার, মো: জাকির হোসেন মৃধা, শারমিন পারভীন লিজা, তিতাস মোস্তফা, নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, মীর সামশুল আলম লিপ্টন, কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, মো: রেজাউর রাজী স্বপন চৌধুরী, সামছুল হুদা মিয়া, কাজী মো: জামাল হোসেন, আবুল কালাম আজাদ টুলু, জিয়াউর রহমান বিপুল, মো: সোলায়মান সামি, তাসলিমা আকবর রুনা, মিনি খান, হুমায়ুন কবির শাওন, মো: আরিফুল ইসলাম রুবেল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ছাত্রনেতা ইব্রাহীম খান জুয়েল, জাতীয় তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, মৎস্যজীবী পার্টি নেতা মো: শফিকুল আজম মুকুল প্রমুখ।
Array