
মানিকগঞ্জের সাটুরিয়ায় শাখা খুলেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এটি ব্যাংকটির ১৩২তম শাখা।
মঙ্গলবার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুদ্দীন চৌধুরী শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে মঈনুদ্দীন চৌধুরী বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতার ভিত তৈরির লক্ষ্যে শাহ্জালাল ব্যাংক জনগণের দোঁরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সভাপতির বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন বলেন, শাহ্জালাল ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের জনসংযোগ এবং ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু, ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ আজমুল ইসলাম, সাটুরিয়া শাখার ব্যবস্থাপক রাজিবুল ইসলাম এবং আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.