
জর্জিয়ায় আর গণনার বাকি ৪০০০ ভোট: সিএনএন
জর্জিয়ায় আর গণনার বাকি মাত্র ৪ হাজার ১৬৯ ভোট। শুক্রবার সকালে রাজ্যের নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন কর্মকর্তা সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। আজ সকালে এই রাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে যান জো বাইডেন। জর্জিয়া ও পেনসিলভানিয়ায় জয় ছাড়া হোয়াইট হাউসে থাকার কোনো পথ নেই ট্রাম্পের সামনে।
বাইডেনের সম্ভাব্য বিজয়কে চ্যালেঞ্জ করবে ট্রাম্প শিবির: সিএনএন
বাইডেনের সম্ভাব্য বিজয়কে চ্যালেঞ্জ করবে ট্রাম্প শিবির। আজ শুক্রবার সকালে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এক বিবৃতিতে বলেছে, জো বাইডেনের সম্ভাব্য বিজয়ের যেকোনো অনুমানকে তারা চ্যালেঞ্জ জানাবে। এ্রই অনুমান ভুয়া এবং ‘চূড়ান্ত ফল থেকে অনেক দূরের’ বিষয়।
এতে বলা হয়, নির্বাচন এখনো শেষ হয়নি। চার রাজ্যের ফলের ভিত্তিতে বাইডেনকে বিজয়ী বলে অনুমান ‘ভুয়া’ বিষয় ছাড়া আর কিছু নয়।
বাইডেনের বাড়ির আকাশ এখন ‘নো ফ্লাই জোন’
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ডেলওয়্যার রাজ্যের উইলমিংটনস্থ বাড়ির এলাকায় ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স এয়ারস্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন আডমিনিস্ট্রাশন এই অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
পেনসিলভানিয়ায় এগিয়ে গেলেন বাইডেন: সিএনএন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেনসিলভানিয়ায় পেছনে ফেলে দিলেন জো বাইডেন। সর্বশেষ ফলাফলে দেখা যায়, বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ৫, ৫৮৭ ভোটে এগিয়ে গেছেন। এই রাজ্যে হেরে গেলে ট্রাম্পের হোয়াইট হাউসে থাকার স্বপ্ন শেষ হয়ে যাবে।