admin
16th Apr 2025 1:45 pm | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: পাল্টাপাল্টি শুল্কারোপের উত্তেজনার মধ্যেই মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধ করতে যাচ্ছে চীন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চীন সরকার এয়ারলাইন্সগুলোকে বোয়িং থেকে নতুন করে বিমান না কেনার নির্দেশ দিয়েছে। একইসাথে বোয়িং নির্মিত বিমান যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জামের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং।
এ সিদ্ধান্তের ফলে চীনে ব্যবসা গোটাতে হতে পারে বোয়িংকে। ফলে লাভবান হতে পারে প্রতিদ্বন্দ্বী ফরাসি উড়োজাহাজ প্রস্তুতকারক এয়ারবাস অথবা চীনা প্রতিষ্ঠানগুলো।
এর আগে বলা হচ্ছিল, ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে বোয়িং থেকে ১৭৯টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছিল চীনের শীর্ষস্থানীয় তিন বিমান সংস্থা।
Array