
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমার ও নাইজেরিয়াসহ নতুন ছয়টি দেশের ওপর বিধিনিষেধ দিয়ে বিস্তৃত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার এক আদেশে তিনি এ নতুন নিষেধাজ্ঞা দেন। নতুন বিধিনিষেধের ফলে ইরিত্রিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও কিরগিজস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কমে আসবে। সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য বন্ধ হবে ‘ডাইভারসিটি ভিসা’। তবে দেশ ছয়টির নাগরিকদের ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসা আগের মতোই চালু থাকবে। নিরাপত্তা ও তথ্য-ভাগাভাগি বিষয়ে যুক্তরাষ্ট্রের বেধে দেয়া মান অর্জনে ব্যর্থ হওয়ায় নতুন এ ছয় দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্যাড ওলফ জানিয়েছেন। -রয়টার্স
মার্কিন সামরিক একাডেমিতে বাড়ছে যৌন নির্যাতন
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমিগুলোতে যৌন নির্যাতনের হার গত বছর থেকে প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়। ভয়েস অফ আমেরিকা।
যুক্তরাষ্ট্র্রের মার্কিন সেনা একাডেমিগুলো হলো নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট, ম্যারিল্যান্ডের দ্য নাভাল একাডেমি এবং কলোরাডোর দ্য এয়ারফোর্স একাডেমি। যুক্তরাষ্ট্রে দুই বছর পর পর তিনটি সেনা একাডেমি থেকে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বের হন। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ সালে তিনটি সামরিক একাডেমি থেকে ১৪৯টি যৌন নির্যাতনের মামলা পাওয়া গেছে। যা এর আগের বছর ছিল ১১৭টি।
Array