admin
18th Jan 2021 3:45 pm | অনলাইন সংস্করণ

২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৈরি হবে খসড়া তালিকা।
সোমবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘সেবা সপ্তাহ ২০২১’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
মোজাম্মেল হক বলেন, নতুন তালিকায় সব মিলিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখের বেশি হবে না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাসের পর রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে। তবে সংসদের চলতি অধিবেশনে এই আইন পাস হবে কি না নিশ্চিত নয় বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটালাইজড করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের ভাতাও তাদের মোবাইলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
Array