
দীর্ঘদিন ধরে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। বিয়ের আলোচনাও ছিল। এ বার সম্ভবত সেই জল্পনাই সত্যি হতে চলেছে। কারণ অর্জুন যে কথা বলেছেন তাতে তাই বোঝা যায়।
সম্প্রতি কর্ণ জোহরের চ্যাট শোতে গিয়ে অর্জুন নাকি স্বীকার করে নিয়েছেন তিনি সিঙ্গেল নন। প্রেমের সম্পর্ক রয়েছে তার।
কর্ণ প্রশ্ন করেছিলেন, নিজের ভালবাসার মানুষটির কথা পরিবারকে কবে জানাবেন অর্জুন? উত্তরে তিনি বলেন, ‘এইমাত্র সেটা ঘটল।’
সত্যিই কি তাই? কবে বিয়ে করছেন? কর্ণের এই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, ‘এখন আমি মালাইকাকে বিয়ের জন্য তৈরি। কিন্তু আগে ছিলাম না।’
অর্জুন-মালাইকাকে অনেকবার একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। এমনকি ইতালিতে তারা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই জুটি।
এদিকে এ বিষয় মুখ খুলতে চান না মালাইকা। তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত প্রশ্নের উত্তর কখনও দিই না আমি। এমন নয় যে সে সব প্রশ্নের উত্তর দিতে আমার লজ্জা হয়। আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমি পছন্দ করি না।’
Array