
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বর্তমান মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার (২৬ দুপুরে পৌনে একটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে দক্ষিণের বেশ কয়েকজন কাউন্সিলরসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিভাবক হিসেবে মান্য করার কথা জানিয়ে তিনি বলেন, আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফ, তা হাত ধরে রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই। পিতা হারিয়েছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমার জন্য তিনি যা মনে করবেন তিনি সেটাই করবেন।
গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তন হয়েছে দাবি করে মেয়র বলেন, আমি অনেক কাজ করেছি। কিছুটা কাজ বাকি আছে। আমি যেন বাকি কাজ শেষ করতে যেতে পারি।খোকন বলেন, আজ ঢাকাবাসীর কাছে দোয়া চাই। আমি কখনো কর্তব্য অবহেলা করিনি। আজকে কঠিন সময়ে এ দেশের মানুষ যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আগামী ৫ বছর আমি আপনাদের পাশে থাকবো।
Array