admin
26th Nov 2020 4:25 pm | অনলাইন সংস্করণ

প্রিয় হারানোর বেদনায় কাতর আর্জেন্টিনা।আর্জেন্টিনা ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনার প্রয়াণে দেশটির সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।
বুধবার (২৫ নভেম্বর) মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যারাডোনা। প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই তারকা দেশের মানুষের কাছে ছিলেন মহাতারকা।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফেরনান্দেসের শোকবার্তায় উঠে এসেছে মানুষের প্রতি ম্যারাডোনার ভালোবাসা।
তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার দিয়েগোর জন্য খোলা।
কদিন আগেই মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয় ম্যারাডোনার। সেরে উঠে ফিরেছিলেন বাড়িতে। কিন্তু এবার আর ফেরানো যায়নি তাকে। ৬০ বছর বয়সে ওপারের বাসিন্দা হয়ে গেলেন এই আর্জেন্টাইন গ্রেট।
Array