• ঢাকা, বাংলাদেশ

ম্যারিকোর ২০০ শতাংশ লভ্যাংশ অনুমোদন 

 admin 
22nd Jul 2020 6:59 pm  |  অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষণা করা ২০০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বুধবার (২২ জুলাই) ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির পক্ষ থেকে উপস্থাপিত সবগুলো এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এজিএমে অনুমোদিত উল্লেখযোগ্য এজেন্ডা ছিল- কোম্পানির পরিচালকদের প্রতিবেদন অনুমোদন, ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত ফিন্যান্সিয়াল রিপোর্ট বা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন, ম্যারিকো বাংলাদেশের অনুমোদিত মোট লভ্যাংশ ঘোষণা, পরিচালকদের নির্বাচন/পুনঃনির্বাচন, স্বতন্ত্র অডিটর বা নিরীক্ষক নিয়োগ অনুমোদন।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১১তম এজিএম। এ এজিএমে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতিটি শেয়ারের বিপরীতে ২০ টাকা হারে) অনুমোদন করা হয়েছে।

এ হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতিটি শেয়ারের বিপরীতে ৭৫ টাকা) ঘোষণা ও বিতরণ করা হয়েছে। ফলে চলতি ২০২০ সালের ৩১ মার্চে সমাপ্ত অর্থবছরে ম্যারিকো বাংলাদেশের অনুমোদিত মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫০ শতাংশ (প্রতি শেয়ারে ৯৫ টাকা)।

সভায় ম্যারিকো বাংলাদেশের চেয়ারম্যান সৌগতা গুপ্ত কোম্পানির কার্যক্রমের সফলতা তুলে ধরে বলেন, আলোচ্য অর্থবছরে ম্যারিকো বাংলাদেশ কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ২৬৫ কোটি টাকা। আর মোট আয় হয়েছিল ৯৮০ কোটি টাকা। আলোচ্য বছরে ম্যারিকো বাংলাদেশের শেয়ারপ্রতি আয় বা ইপিএসের পরিমাণ দাঁড়ায় ৮৪.০১ টাকা।

সভায় জানানো হয়, বিগত অর্থবছরে ম্যারিকো বাংলাদেশ কর, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও ডিউটি বা শুল্ক বাবদ সরকারি কোষাগারে মোট ৩২৭ কোটি টাকা জমা দিয়েছে। আলোচ্য বছরেও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সরকার এবং ইউএনডিপির সঙ্গে মিলিতভাবে স্বপ্ন প্রোগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে তার সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম পরিচালনা করে চলেছে।

এছাড়া কোরোনার সময় কোম্পানি জনস্বার্থ বিবেচনায় বাজারে এনেছে মেডিকার সেইফ লাইফ হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড-ওয়াশ, যার প্রথম ছয় মাসের মুনাফা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের অঙ্গীকার করেছে কোম্পানিটি।

ম্যারিকো বাংলাদেশের চেয়ারম্যান সৌগতা গুপ্ত সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশীষ গোপাল, পরিচালক সঞ্জয় মিশ্রা, ভিভেক কার্ভে ও স্বতন্ত্র পরিচালক রোকিয়া আফজাল রহমান, মাসুদ খান ও আশরাফুল হাদিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১