
আপনি যদি মনে করেন হিজাব বিশ্ব সম্পর্কে জানতে আপনার পথে বাঁধা হয়ে দাঁড়াবে তবে আপনি ভুল করছেন। আপনার পুনরায় চিন্তা করা উচিত। আমি এ পর্যন্ত যত পোশাক পরিধান করেছি তার মধ্যে একজন নারী হিসেবে আমার ক্ষমতায়নে হিজাব সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হিজাব আমার হয়ে কথা বলে। আমি যখন হিজাব পরিধান করি এটি তখন বিশ্বকে জানিয়ে দেয় যে- আমি একজন মুসলিম নারী, আমি আল্লাহ-তায়ালাকে বিশ্বাস করি এবং আমি নবী মুহাম্মদ(সাঃ) এর শিক্ষাসমূহ মেনে চলতে চেষ্টা করি।
হিজাব এমনকি অন্যদেরকে মুসলিম নারীদের পোশাক পরিধানের সুন্নত সম্পর্কে ধারণা দেয় এবং আমার চিন্তার চাইতেও দ্রুত গতিতে এটি অন্যদের উপর প্রভাব ফেলতে সক্ষম হয়। হিজাব আমাকে সারা বিশ্বের সাথে যুক্ত হওয়ার মত অনুভূতি দেয়, কেননা একজন মুসলিম নারী হিসেবে সমাজের প্রতি আমার কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। একই সাথে হিজাব আমাকে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় কর্মগুলো সম্পাদন করতে উৎসাহ যোগায়।
হিজাব অনেক সময় বরফ ভেঙ্গে দেয়ার মত কাজ করে এবং কিছু কৌতূহলী মনের নিকটে আসার জন্য আমাকে সহযোগিতা করে এটি কিছু কিছু সময় আমাকে জনবহুল স্থানের বিরক্তিকর শব্দ থেকে রক্ষা করে।
হিজাব আমার নিজস্ব মুকুট, আমার শিরস্ত্রাণ, আমার সবচেয়ে দামী অলঙ্কার এবং একই সাথে এটি আমার সম্মান রক্ষাকারী। হিজাব তা নয় যা আমি পরিধান করি বরং এটি তাই যা আমি নিজে।
সূত্রঃ কলম্বিয়ান মুসলিম হিজাবী নারী মার্সেলা ডেজা এর কলাম থেকে।
Array