
রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজমিস্ত্রি জাহাঙ্গীর হোসেন (৪৮) ও গৃহকর্মী আকলিমা আক্তার (৩৭)।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোসা. লাইজু আক্তার জানান, দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী কোনাপাড়া আল আমিন রোডের শাহি মসজিদের পাশের একটি সেমিপাকা বাসা থেকে আকলিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফোরকান মিয়া জানান, তাদের বাড়ি পিরোজপুর জিয়ানগর উপজেলার কালীপাড়া গ্রামে। আল আমিন রোডের ওই বাসায় ভাড়া থাকেন তারা। ভোরে উঠে দেখতে পায় বাসার উঠানের সামনে টিউবয়েলের পাশে বাবা মা দুজনই অচেতন অবস্থায় পড়ে আছে। তখন দেখতে পায় বিদ্যুতের তারের সাথে প্যাচানো জিয়াইতার তাদের উপরে পড়ে আছে।
Array