admin
23rd Aug 2020 4:16 pm | অনলাইন সংস্করণ

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়লেও সারা বিশ্ব করোনামুক্ত ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে করোনা।
কভিড-১৯ এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়েছে করোনা। সারা বিশ্বের কমপক্ষে ১৮৮টি দেশে করোনায় প্রাণ হারিয়েছে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জন। আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ।
তবে কয়েকটি দেশ এখনো করোনা শনাক্তের তথ্য জানায়নি। দেশগুলো হল: কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কেমেনিস্তান, টুভালু ও ভানুয়াতু।