admin
16th Jan 2020 7:41 pm | অনলাইন সংস্করণ

এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন দেশ-বিদেশের মুসল্লিরা। সাদ অনুসারিদের পরিচালনায় আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এই পর্বের আনুষ্ঠানিকতা।
এজন্য কনকনে শীত উপেক্ষা করে গত বুধবার থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। দ্বিতীয় পর্বেও দেশের ৬৪ জেলার মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।
এর আগে, গত ৯ জানুয়ারি বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
Array