admin
10th Nov 2018 6:16 pm | অনলাইন সংস্করণ

রংপুর প্রতিনিধিঃ- রংপুরে হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে মহানগরীর কলেজ রোড় খামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় হিরোইনের ৪০টি পুড়িয়া উদ্ধার হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন।
গ্রেফতাররা হলেন, রংপুর মহানগরীর তৈয়ব আলীর পুত্র মাহমুদ শুভ (২২), আলমনগর এলাকার মোহাম্মদ আলীর পুত্র এমরান হোসেন (৩৫) ও আরমান হোসেন (৩৭)।
আরপিএমপি’র ডিবির ওসি সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এসআই আবু রায়হান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Array