admin
13th Mar 2019 6:51 pm | অনলাইন সংস্করণ

সৌদি আরবে এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজপরিবারের এই যুবারাজের নাম নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ। মঙ্গলবার (১২ মার্চ) সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের এ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন কেএসএ টিভির সংবাদে বলা হয়, ফয়সাল বিন বান্দার নামের এ যুবরাজ অনেকটা নীরবেই চলাফেরা করতেন। মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহতে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
Array