admin
24th May 2019 11:50 am | অনলাইন সংস্করণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান এবং পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদ। অন্যদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের মেয়াদ শেষ হয় গত ১৪ মে। স্থলাভিষিক্ত হলেন বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের এ কর্মকর্তা সুলতান আহমেদ।
Array